নবীগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও খেলাধুলাসহ সর্বক্ষেত্রে পরিবর্তন এসেছে। আওয়ামীলীগ সরকার পরির্বতনের রাজনীতি করে। তাই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে প্রিমিয়াম ক্রিকেট টুর্নামেন্টে (এনপিএল)-২০১৮ ইং শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা গুলো বলেছেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম।
তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়নে সরকার দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নিমার্ণের ঘোষনা দিয়েছেন। যা বাস্তাবায়ন হলে খেলাধুলার মানউন্নয়নে সহায়তা হবে। টুর্নামেন্টের আয়োজক কমিটির আহ্বায়ক তুহেল আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, করগাওঁ ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, কাউন্সিলর আব্দুস ছালাম, সুন্দর আলী, পৌর মৎস্যজীবি লীগের সভাপতি রফিক মিয়া মেম্বার, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, মিনিবাস মালিক সমিতির সভাপতি হাফেজ নিয়ামুল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রিকেটার নুরুল হক, আমজদ আলী, আবুল কালাম আজাদ, শয়ন আহমদ প্রমূখ। উক্ত টুর্নামেন্টে মোট ১৬টি ক্রিকেট ক্লাব অংশ গ্রহন করে। উদ্বোধনী দিনে করগাওঁ ক্রিকেট ক্লাব এবং নবীগঞ্জ ক্রিকেট ক্লাব অংশ গ্রহন করে। টুর্নামেন্টের প্রথম পুরুস্কার ১টি মটর সাইকেল। ক্রিকেট টুর্নামেন্ট উপভোগ করার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।