মো: শাহীন আহমেদ:-
ঐতিহ্যে গাথা গ্রাম-বাংলার ‘তোপাতি’ (বনভোজন) হারিয়ে যাচ্ছে ক্রমেই। নবান্নের শেষে এ উৎসব দেখা যেতো এক সময়। যান্ত্রিক এ যুগে গ্রামেও এসেছে স্বচ্ছলতা। গ্রামের মানুষও এখন দল বেধে পিকনিকে যায়। এই উৎসব আমেজ ফিরিয়ে আনতে শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর নাট্যকর্মীরা আয়োজন করেছে হারিয়ে যাওয়া ‘তোপাতি’।
সোমবার সকালে দেশ মঞ্চে ড. মুকিদ চৌধুরী রচিত ও নির্দেশিত নাটক “অপ্রাকৃতিক প্রকৃতি” নাটকের মহড়ার ফাঁকে আয়োজন হয় ‘তোপাতি’।
সকাল থেকেই নাট্যকর্মীরা ‘তোপাতি’র আয়োজনে ব্যস্ত। রাঁধুনী হিসেবে হাজির হয়েছেন সংগঠনের কাজী শাহানা বিশ্বাস,মুখলেছুর রহমান, কাকলী চৌধুরী কলি, জনি রানী দাস ।
খাবারের তালিকা ছিল সিদলের ভর্তা, আলুর ভর্তা, মুরগের মাংস, ডাল ও সালাদ।
‘তোপাতি’তে অংশগ্রহণ করেছেন সংগঠনের সভাপতি এডভোকেট হুমায়ূন কবির সৈকত, সহসভাপতি জিতু আহমেদ মাখন, রাজু বিশ্বাস, সাধারণ সম্পাদক হারুন সাঁই,মুথলেছুর রহমান,মো: নুরুল হক, আব্দুল ওয়াহেদ, মিজানুর রহমান সুমন,ফখরুল হামিদ, আল আমিন, জোসেফ, শাহীন আহমেদ,সিরাজুল প্রমুখ।