মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ নিখোঁজের ৬ দিন পর আজমিরীগঞ্জের কুশিয়ারা নদী থেকে দিরাইয়ের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে পাহাড়পুর এলাকার লোকজন কুশিয়ারা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে আজমিরীগঞ্জ থানায় খবর দেয়।
এসআই দুর্গা দাশের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে শুক্রবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত মিনার উদ্দিন (৩০) কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড় গ্রামের মৃত রহিম উল্লার পুত্র।
মিনারের বড় ভাই সালা উদ্দিন জানান, মিনার কৃষি কাজ করতো। গত শুক্রবার সে বাড়ি থেকে বাজারে যাবার কথা বলে বের হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন শনিবার দিরাই থানায় জিডি করেন। তিনি আরও জানান, তার ভাইকে দুর্বৃত্তরা খুন করে নদীতে ফেলে গেছে।
আজমিরীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুহুর্তে কিছু বলা যাচ্ছে না।শুক্রবার ময়নাতদন্ত শেষে তার ভাইয়ের জিম্মায় লাশ দেয়া হয়। তিনি আরও জানান, লাশ আজমিরীগঞ্জ থানা এলাকায় পাওয়া গেলেও মামলা হবে দিরাই থানায়।