এম এস জিলানী আখনজী, চুনারুঘাট প্রতিনিধি ॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন, ছাত্রলীগ হচ্ছে আ.লীগের প্রাণ। ছাত্রলীগ হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়া সংগঠন।
ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এর’ই ধারাবাহিকতা ধরে রাখতে ছাত্রলীগকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। স্বাধীনতা যুদ্ধে যেভাবে ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়েছিল সেভাবে এখনও দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার আদর্শে অনুপ্রানিত হয়ে ছাত্রলীগকে ত্যাগের রাজনীতি করতে হবে। শুধু নামে ছাত্রলীগ করলে হবে না।
ছাত্রলীগ করতে গেলে এর ইতিহাস সম্পর্কে জানতে হবে। লেখাপড়া করতে হবে। লেখাপড়ার কোন বিকল্প নাই। ছাত্রলীগের ইতিহাস অন্তরে ধারণ করতে হবে। দেশের উন্নয়নে কাজ করতে হবে। সেই সাথে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
৪-জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও ছাত্রলীগকে মনে-প্রাণে বিশ্বাস করে আগামী দিনের ইউনিয়ন ছাত্রলীগের ভবিষ্যত শফিকুল ইসলাম শফিকের আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ওয়াহিদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউনিয়ন আ’লীগের সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন,উপজেলা তাতীলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান বাবুল, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম নেতা এমরান হোসাইন স্বপন। এতে উপস্থিত ছিলেন ছাত্রলীগনেতা কাউসার আহমেদ, অলিল আহমেদ, শাহীন আলম, তারেখ লিকসন, সানু মিয়া, আশিকুর রহমান রাব্বি ও শাহীনুল হক প্রমূখ। এ সময় ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।