স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়াচং আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার এ সরকারের শিক্ষানীতির কারণে শিক্ষাক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে অবকাঠামোর উন্নতি হয়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অনেক শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার। এ সরকারের আমলে জানুয়ারি মাসের ১ তারিখ বিনামূল্যে বই বিতরণ উৎসবে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সারা বাংলাদেশের ন্যায় বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলা বই বিতরণ উৎসব চলছে।
তিনি বলেন, এ সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশ একদিন উচ্চ আয়ের দেশে পরিণত হবে এ সরকারের আমলে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় ১০২টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করেছি হাইস্কুল, কলেজ, মাদ্রাসায় ৫২টি নতুন ভবন নির্মাণ করেছি। শিক্ষা মন্ত্রণালয় এসএসডিপি প্রকল্পের মাধ্যমে সারা বাংলাদেশ ৬৫টি মডেল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়। তা থেকে আমি বানিয়াচং আজমিরীগঞ্জে ৫টি মডেল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। প্রতিটি বিদ্যালয়ের নির্মাণ ব্যায় প্রায় দুই কোটি টাকা। এছাড়াও প্রতিষ্ঠা করেছি ৬টি প্রাথমিক বিদ্যালয়।
গতকাল পহেলা জানুয়ারি বানিয়াচং উপজেলার খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে তিনি এসব কথা বলেন।
পৃথক বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বন্দ্বীপ কুমার সিংহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খান, জেলা আওয়ামী লীগ শিল্প ও বাণিজ্য সম্পাদক তজ¤মূল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, আলীয়া মাদরাসার প্রিন্সিপাল আবদাল হোসেন খান, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, প্রধান শিক্ষক কামাল হোসেন, রানা লাল দাশ, ভানু চন্দ্র চন্দ, আবু তাহের, শেখ আব্দুল্লাহ প্রমুখ।