স্টাফ রিপোর্টার ॥ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি ও কমিটির সদস্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ নেতৃবৃন্দ।
শনিবার বিকালে তারা এই গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজের অগ্রগতি এবং তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে কমিটির নেতৃবৃন্দকে অবহিত করেন। কমিটির সদস্যবৃন্দ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সদস্যসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।