স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে বাল্য বিয়েসহ সব ধরণের অপরাধ রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও ইমামদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা ও সন্ত্রাস, জঙ্গিবাদ এবং বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
এ সময় এমপি আবু জাহির বলেন, লাখাইয়ের প্রতিটি এলাকায় সকল উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন কাজ সম্পাদন করেছি। আর সেই যোগাযোগ ব্যবস্থার সুবিধা ভোগ করে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটনানোর নেয়ার চেষ্টা করবে অপরাধীরা। মনে রাখতে হবে জঙ্গি-সন্ত্রাসীরা নানাভাবে প্রশিক্ষণ নিয়ে থাকে। তাই পুলিশ প্রশাসনকে সবসময় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এমপি আবু জাহির আরো বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহল সবসময় তৎপর। যে কোনো মূল্যে লাখাইয়ের শান্তি-শৃঙ্খলা অতীত-বর্তমানের ন্যায় শান্ত রাখতে হবে। তাহলেই আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নের সুফল ভোগ করতে পারবে সাধারণ জনগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, এনামুল হক মামুন, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, আরিফ আহমেদ রূপম, লাখাই প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ আচর্য্যা প্রমুখ।
সভায় বাল্য বিয়ে রোধে প্রশাসনকে সহযোগিতা করার জন্য ইমাম এবং জনপ্রতিনিধিদের বলা হয়। এছাড়া এই সামাজিক ব্যধি নির্র্মুলে শীঘ্রই ইমামদের অংশগ্রহণে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।