আজিজুল হক নাসিরঃ চুনারুঘাটে বিজিবির অভিযানে তিন লক্ষাধিক টাকার ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। বিজিবি৫৫ ব্যাটলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, ২৪ এপ্রিল সন্ধ্যে ছয়টায় বিজিবির নিজস্ব সংবাদ দাতার সংবাদের ভিত্তিতে বিজিবি৫৫ ব্যাটলিয়নের চিমটিবিল ক্যাম্পের হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে উপজেলার লেবু বাগান (ছনবাড়ী) নামক স্থানে অভিযান চালান একদল বিজিবি। এ সময় বিজিবির আঁচ পেয়ে বহনকারীরা পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ছয়টি বস্তায় থাকা ৮৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার সীজার মূল্য ৩ লক্ষ ৮ হাজার ১শত বিশ টাকা।
এসময় বিজিবির আঁচ পেয়ে বহনকারীরা পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ছয়টি বস্তায় থাকা ৮৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। যার সীজার মূল্য ৩ লক্ষ ৮ হাজার ১শত বিশ টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত গাঁজার আইনি প্রক্রিয়া চলছিল।