আজমুল তালুকদার চুনারুঘাট থেকে: চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের বড়কোটা গ্রামে আলতা বেগুন কে বুলবুলি পাখির আক্রমণ থেকে রক্ষা করার জন্য বেগুন গাছের উপরে দেওয়া হয়েছে কারেন্ট জাল ।এবছর এ এলাকায় প্রায় ৫০হেক্টর জমিতে বেগুন চাষ করা হয়েছে এবং বেগুনের ভাল ফলন হওয়ায় কৃষকরা আনন্দিত । কৃষকরা জানান কয়েক বছর ধরে তাদের একটা সমস্যা কথা বলেন তা হল বুলবুলি পাখি নামে একটা পাখি বেগুন নষ্ট করে ফেলে ফলে তাদের অনেক কয়কতি হত কৃষকরা এপাখি তারানো জন্য দিন ভর বেগুন কেতে বসে থাকতেন । এক পর্যায় স্থানীয় কৃষকদের পরামস্যে বাজার থেকে কারেন্ট জাল বেগুন গাছের উপর দেওয়ার ফলে আর কোনো সমস্যা হচ্ছেনা কৃষকদের ।