মোঃ রহমত আলী, হবিগঞ্জ থেকে ॥ আগামী কাল শবিার হবিগঞ্জে ৩লাখ ৩৭হাজার ৩শ ৯৯ জন ৬ থেকে ৫৯ মাস বয়সের সকল শিশুকে ভিটামিন “এ” খাওয়ানো হবে। এ উপলক্ষ্যে হবিগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ২০১৭ জেলা প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়েছে।
সিভিল সার্জন অফিস কতৃক আয়োজিত বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতাল মিলনায়তনে উক্ত ক্যাম্পেইন অনুষ্টানে সভাপতিত্ব করেন অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ সত্যজিত কুমার সাহা। তিনি বলেন, আগামী ২৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে এক টানা বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে প্রতিটি শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, জেলায় ২২লাখ ৩ হাজার ২শ ২৩ জন লোক সংখ্যার মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ৪১ হাজার ২শ ৩৭জন এবং ১২ থেকে ৫৯মাস বয়সের শিশু ২লাখ ৯৬হাজার ১শ ৬২জন ।
তবে ৬-১১মাস পর্যন্ত শিশুদের নীল ও ১১-৫৯মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো বলেন, ভিটামিন “এ” প্লাস ২০১৭ উদযাপন করতে জেলায় ইপিআই টিকাদান কেন্দ্রের স্থায়ী ও আউটরিচ সংখ্যা রয়েছে ১হাজার ৮শ ৮৬ টি। এ সব কেন্দ্রে কাজ করবে এসব মাঠকর্মীর সংখ্যা ৩শ ৫৯জন, স্বাস্থ্য বিভাগ মাঠ কর্মিও সংখ্যা ৩৩০ জন,পরিবার পরিকল্পনা বিভাগ ৫২০জন ও সি এইচসিপির সংখ্যা ১শ ৯৪ জন। মাঠ পর্যায়ে সঠিক ভাবে ভিটামিন “এ” প্লাস ২০১৭ সফল করতে উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরেণ।
এসময় সাংবাদিকদের মাঝে আলোচনা অংশ নেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, এটিএন বাংলা হবিগঞ্জ পতিনিধি মোঃ আব্দুল হালিম, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাংবাদিক রুহুল হাসান শরীফ, বাংলা ভিশন টিভির প্রতিনিধি মোহাম্মদ নাহিজ প্রমূখ। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক ও প্রতিনিধিরা উপপস্থিত ছিলেন।