নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এর নির্বাচনী প্রচারনা ও ব্যাপক গনসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নূরপুর ইউনিয়নের(মধ্যবর্তী)নূরপুর গ্রামে গণসংযোগ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন,মর্তুজ আলী,ইসহাক মিয়া,কিরাজ সরদার,মীর আনোয়ার মাষ্টার,দিদার হোসেন মানিক, মো:রফিক মিয়া,সাজু মিয়া,জালাল মিয়া,আব্দুল মন্নাফ,সফিক মিয়া,জিতু মিয়া,আজদু মিয়া,গাজী মিয়া,জলিল মিয়া,লোকমান মিয়া,ফজল সরদার,মোশারফ হোসেন মিন্টু,মো:তৌহিদ মিয়া, মোঃআরিফ হোসেন খোকন, তাউস মিয়া,ছাওয়াল মিয়া,তাহির মিয়া, মিয়া,মামুন মিয়া,গাজীউর রহমান রানা,ইব্রাহিম, মোঃনওশেদ আহম্মেদ বাপ্পি, মোঃআরিফুল ইসলাম কিম্মত, ওয়্হেদুর রহমান শিরিন, ছোয়াব আলী, সেলিম মিয়া, মাহফুজ, কামালসহ এলাকার সর্বস্থরের মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমর্থক ও জনসাধারণ।