শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের প্লাটফর্মে নিয়ম অমান্য করে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি প্রবেশের ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ইউএনওর স্বজনরা উপবনে ঢাকা যাওয়ার উদ্দেশে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফ্লাটফর্মে আসেন তার সরকারি গাড়িতে করে।
প্লাটফর্মে যাত্রীদের অবস্থানের জায়গায় গাড়ি উঠানোর নিয়মবহির্ভূত হলেও তারা গাড়িটি নিয়ে সেখানে অবস্থান করেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুল হক বলেন, প্লাটফর্মে গাড়ি উঠানো আইনবহির্ভূত। ইউএনওর গাড়িটি বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করে।
তবে এ সময় গাড়িতে ইউএনও নিজে বসেছিলেন না বলে জানান সাজিদুল হক।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আমার ভাইবোনদের ড্রাইভার রাতের উপবনে তুলে দেয়ার জন্য নিয়ে যান। প্লাটফর্মে গাড়ি উঠানো আইনবহির্ভূত বিষয়টি হয়তো তারা জানেন না। আমি থাকলে এ অনিয়ম হতো না।