স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমস উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
বাংলাদেশ অলিম্পক এসোসিয়েশনের ব্যবস্থানায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনের রবিবার সকালে জালাল স্টেডিয়াম থেকে র্যালির উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, খেলোয়াড় কল্যাণ সমিতির প্রাক্তণ সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, শফিকুজ্জামান হিরাজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, হুমায়ুন খান প্রমুখ।