নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ফাঁদ পেতে একটি মেছো বাঘ আটক স্থানীয়রা।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার জাতুকর্ণপাড়ায় এলাকা থেকে বাঘটি আটক করা হয়।
দিদারুল আলম সৌরভ জানায়, জাতুকর্ণপাড়ার শুটকি নদীর বাঁধে বেশ কয়েকটি হাঁসের খামার রয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো খামার থেকে হাঁস ধরে নিয়ে যাচ্ছিলো মেছো বাঘটি। রোববার রাতে স্থানীয় আরাফাত আলী, মামুন ও শাহেদ মিয়া মিলে একটি ফাঁদ পেতে রাখেন খামারের কাছে। রাতে না এলেও সকালে মেছো বাঘটি ফাঁদে আটকা পড়ে।
হবিগঞ্জের উপ-বিভাগীয় বন কর্মকর্তা হাসানুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব মেছো বাঘটি উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করবো।