নিজস্ব প্রতিনিধি, বানিয়াচঙ্গ (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলা কমপ্লেক্স ও সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি কমপ্লেক্স মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পৃথক পৃথকভাবে বিভিণœ কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্সে এনজিও ইউনিকেয়ার আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টায় “নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিকেয়ার চেয়ারপার্সন কামরুল হাসান কাজল।
প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বানিয়াচঙ্গ সদর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
ইউনিকেয়ার নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন প্রকল্প পরিচালক মৌসুমী আক্তার, উষা রানী বৈষ্ণব, লাইব্রেরিয়ান রিপা আক্তার, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুল মুকিত, এনজিও বি-কেয়ার চেয়ারম্যান মনোয়ার হোসেন, আব্দুর রব, সাংবাদিক জামাল উদ্দিন আলফু, নজরুল ইসলাম তালুকদার, মোতাব্বির হোসেন, ইউ.পি সচিব রাজেন চন্দ্র নন্দী, ইউ.সি বুলবুল ধর, আনছার আলী প্রমূখ। পূর্বাহ্নে সকাল ১০টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও উম্মে কুলসুম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান তানিয়া খানম ও ইকবাল বাহার খান। উপজেলা সমবায় কর্মকর্ আলাউদ্দিন মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডাঃ তারিন খান, ব্র্যাক সমন্বয়কারী মহসিন উদ্দিন, প্রাক্যটিক্যাল এ্যকশন সমন্বয়কারী রাজু আহমেদ, হিলিপ এর সমন্বয়কারী চিত্রা বসু, স্যানক্রেড এর হাজং সুমন রায়, কলিম উদ্দিন ফকির, আশেকুল হক প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Share on Facebook