নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এর নির্বাচনী প্রচারনা ও ব্যাপক গনসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নূরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে গণসংযোগ করেন।
গনসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল শ্রীরামপুর গ্রামের জনসাধারণদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন আপনাদের সমর্থন দেখে আমি অভিভুত, আপনাদের সহযোগিতা পেলে এবং নির্বাচনে জয়লাভ করলে নূরপুর ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলব।
তিনি আরও বলেন আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই, আপনাদের অফুরন্ত ভালবাসা নিয়ে আপনাদের সহযোগিতায় কাজ করে যাব,আপনাদের মুল্যবান ভোটে নির্বাচিত হলে ভবিষ্যতে আপনাদের ওয়াদা পুরন করব ইনশাল্লাহ।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন,মোঃ ছলিম উল্লা,মো:মর্তুজ সরদার, মো:উস্তার খা, মোঃহাবিবুর রহমান বেনু, সৈয়দ শাহান,মো:আব্বাস মিয়া,মো:তৌহিদ মিয়া,মোঃ আসিফ আলী,মো:তাজুল মিয়া,আব্দুল সাত্তার,মো:নজরুল মাষ্টার,মালুম মিয়া,সফিক মিয়া,জিতু মিয়া,আজদু মিয়া,গাজী মিয়া,জসিম মিয়া,আব্দুল হাই,আব্দুল মজিদ,জলিল মিয়া,মর্তুজ আলী,ইসহাক মিয়া,কিরাজ সরদার,মীর আনোয়ার মাষ্টার,দিদার হোসেন মানিক, বাবুল চৌধুরী, মো:রফিক মিয়া,সাজু মিয়া,জালাল মিয়া,আব্দুল মন্নাফ,লোকমান মিয়া,দিদার ফজল সরদার,খিরাজ মিয়া,মোশারফ হোসেন মিন্টু,শেখ গোলাম সারোয়ার পলাশ, শাহ সুমন,মাসুক তালুকদার,মো:সাদেক মিয়া,শাহফুজ মিয়া,সাদেক মিয়া,উজ্জল মিয়া,কামাল মিয়া,রিপন মিয়া, মোঃআরিফ হোসেন খোকন, তাউস মিয়া,ছাওয়াল মিয়া,তাহির মিয়া, মিয়া,জলফু মিয়া,ধলাই মিয়া,মামুন মিয়া,গাজীউর রহমান রানা,মাসুক তালুকদার,ইব্রাহিম, মোঃনওশেদ আহম্মেদ বাপ্পি, মোঃআরিফুল ইসলাম কিম্মত, ওয়্হেদুর রহমান শিরিন, ছোয়াব আলী, সেলিম মিয়া, মাহফুজ, কামাল, ছালেক, সাইফুল,শান্তসহ এলাকার সর্বস্থরের মুরব্বী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমর্থক ও জনসাধারণ।