মো: শাহীন আহমেদ শায়েস্তাগঞ্জ থেকে:- শায়েস্তাগঞ্জে ট্রাক-টেম্পু সংঘর্ষে লাইজু আক্তার অঞ্জনা (১৮) নামে cএক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে টেম্পুর চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন।
রোববার রাত ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরাসুন্দা রাস্তার মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লাইজু হবিগঞ্জ সদর উপজেলার পুরাসুন্দা গ্রামের আরজু মিয়ার মেয়ে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে অবস্থিত প্রাণ-আর এফ এল’র হবিগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে কাজ করতেন।
আহতরা হলেন- টেম্পু চালক মঈনুদ্দিন (২৩), যাত্রী রুনা আক্তার (১৮), সুফিয়া খাতুন (২৭), নাসিমা খাতুন (২৫) ও তাহির মিয়াকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে হবিগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক থেকে ছুটি শেষে পাঁচ শ্রমিক টেম্পুযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে টেম্পুটি পুরাসুন্দা রাস্তার মুখে সিলেটগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা লাগে।
এতে টেম্পুটি উল্টে গেলে ঘটনাস্থলেই যাত্রী অঞ্জনা নিহত ও চালকসহ অপর ৫ যাত্রী আহত হন। এ সময় ট্রাক নিয়ে চালক পালিয়ে যান।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হবিগঞ্জ জেলার
রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘঠে।