স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আমাদের প্রতিবন্ধকতা যতটা না শরীরে তার চেয়ে বেশি মনে।
কাউকে প্রতিবন্ধি বানিয়ে অচল করে না দিয়ে তাকে কর্মক্ষম করে গড়ে তুললে সে নিজেকে সহজেই সমাজের সাথে মানিয়ে নিতে পারে। সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে কিছু না কিছু যোগ্যতা দিয়ে থাকেন। ফলে সামান্য ত্র“টি বা অক্ষমতা সেই যোগ্যতাকে দমিয়ে রাখতে পারে না।
বিকালে চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের প্রতিবন্ধি বাদশাকে বিশেষভাবে তৈরী হুইল চেয়ার প্রদানকালে তিনি একথা বলেন। বাজার থেকে কিনে আনা হুইল চেয়ার দিয়ে বাদশা চলাচল করতে পাড়তো না। বিষয়টি ব্যরিস্টার সুমন জানতে পেরে ব্রাহ্মণবাড়িয়ে থাকে বিশেষভাবে তৈরী করে আনেন একটি হুইল চেয়ার। হুইল চেয়ারটি পেয়ে স্বাচ্ছন্দ্যেই চলাফেরা করতে শুরু করেছে বাদশা।