প্রেস বিজ্ঞপ্তি : গত ২/১২/১৭ইং তারিখে কতিপয় সন্ত্রাসী দ্বারা হবিগঞ্জ শহরের কালিগাছ তলা এলাকায় প্রহল্লাদ কর্মকারের বাসায় শিশু ও নারীদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ পৌর শাখা। এক যৌথ বিবৃতিতে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন পৌর শাখার সহ সভাপতি স্বজল রায়, সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শান্তনু দাশ অলক প্রমুখ।