মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে: আগামিকাল (১১ ডিসেম্বর) সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় সৌদি আরবের কাবা শরীফে বাহুবলের প্রথিতযশা সাংবাদিক শাহ শেখ আব্দুল গফুর আল হাবিবের জানাযা অনুষ্ঠিত হবে।
তিনি গত বুধবার (০৬ ডিসেম্বর) সকালে সৌদি আরবের আল-নূর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না — রাজিউন)।
পরিবার সূত্রে জানা যায়, আগামিকাল (১১ ডিসেম্বর) সোমবার সৌদি আরবের কাবা শরীফে জানাযা শেষে জান্নাতুল মুআল্লাহয় দাফন সম্পন্ন হবে।
শাহ শেখ মাওলানা আব্দুল গফুর আল হাবিব বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের ১৯৬৫ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম শাহ শেখ মুন্সী হেফাজত উল্লাহ। তিনি ১৯৮৬ সনে দৈনি আজাদী পত্রিকার বাহুবল প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন।
পরে দৈনিক জালালাবাদী, আল মুজাহিদ-এর স্টাফ রিপোর্টার, দিনকাল, সাপ্তাহিক জনতার দলিল, পাক্ষিক সালাম, মাসিক মঈনুল ইসলাম, সাপ্তাহিক হবিগঞ্জ পরিক্রমা ও দৈনিক দেশজমিন পত্রিকার বাহুবল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।