রফিকুল হাসান চৌধুরী তুহিন ॥ ‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে এক্যবদ্ধ হই- দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’ এমন শ্লোগান নিয়ে শনিবার হবিগঞ্জে আন্তজার্তিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৭ পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সকাল ১০ টা থেকে নিমতলায় শুরু হওয়া বর্নাঢ্য র্যালী, মানববন্ধন এবং জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো দিনভর দৃষ্টি নন্দন একের একের পর এক এমন নানা কর্মসূচীতে জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা ও জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহার নের্তৃত্বে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক এমপি এডভোকেট চৌধুরী আব্দুল হাই, সহ-সভাপতি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, সেক্রেটারী আব্দুজ জাহের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুর জাহিদ পাভেল, বিজ্ঞ এডিএম মোঃ তারেক জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ নুরুল ইসলাম, দুপ্রক সদস্য কবি তাহমিনা বেগম গিনি, দুপ্রক সদস্য সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, দুপ্রক সদস্য মোঃ মহসিন ও জেলা দুদক এর এডি মোঃ এরশাদ মিয়া এবং জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকতা-কর্মচারী, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী, মহিলা সংস্থার সদস্য সহ বেসরকারী নানা প্রতিষ্টানের শত শত সাধারন মানুষ অংশ নেন।
এসময় পোষ্টার- প্ল্যাকার্ড হাতে দুর্নীতি বিরোধী নানা শ্লোগান আর কালচারাল অফিসার অসিত বরন দাশ গুপ্তের সার্বিক তত্বাবধান এবং কন্ঠ শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস ও আবুল ফজলের নের্তৃত্বে জেলা শিল্পকলা একাডেমীর উদীয়মান জনপ্রিয় কন্ঠ শিল্পী মানিক শাহ, জাহিদ, রাসেলের কন্ঠে গাওয়া দুর্নীতি বিরোধী সঙ্গীতের মুর্ছনায় জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা-সভা কক্ষ প্রানবন্ত হয়ে উঠে। সাধারন মানুষও করতালি দিয়ে এমন কর্মসূচীকে ব্যাপক উৎসাহ তা টক অব দ্যা টাউনে পরিনত হয়।