চুনারুঘাট (হবিগঞ্জ)প্রতিনিধি : চুনারুঘাটে আমন মৌসুমে কৃষকদের মাঝে ৫০% ভর্তুকি মূল্যে ৪২টি রিপার মেশিন (ধানকাটার যন্ত্র) বিতরণ করা হয়েছে। এছাড়াও ২টি পাওয়ার থ্রেসার, ৩টি কম্বাইন হারভেষ্টার ও ৩টি বেড প্লন্টার বিতরণ করা হয়েছে।
গতকাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী ও উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার। এসময় উপজেলা কৃষি অফিসের মাঠকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমান সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করতে কৃষকরা উক্ত যন্ত্রপাতির দিয়ে দ্রুত ফসল কর্তনের মাধ্যমে ধান ঘরে তুলতে পাড়বে। এছাড়াও পতিত জমিতে চাষাবাদের আওতায় আনতে যথেষ্ট ভূমিকা রাখবে কৃষি যন্ত্রপাতি।