বানিয়াচঙ্গ (হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার খাগাউড়া ও উজিরপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
রবিবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, উপজেলার উজিরপুর গ্রামের ফুল মিয়ার ছেলে রুবেল টমটমে (ইজিবাইক) উঠতে গেলে তার সঙ্গে চালকের কথাকাটাকাটি হয়। এ নিয়ে উভয়ের মধ্য হাতাহাতি হয়। এর সূত্র ধরে খাগাউড়া গ্রামের লোকজন টেঁটা, বল্লম, ফিকলসহ দেশী অস্ত্র নিয়ে উজিরপুরের লোকদের উপর হামলা চালান। শুরু হয় উভয়পক্ষের সংঘর্ষ।
এ সময় খাগাউড়ার লোকজন ১৫-২০টি বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট, ৫-৬টি খড়ের স্তূপে আগুন দেয়। হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের উজিরপুরে সংঘর্ষের কারণে আঞ্চলিক মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলন্দ্র চক্রবর্তী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।