স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং আপনারা যদি আবারো আমাকে সেবকের দায়িত্ব দেন তাহলে হবিগঞ্জ ও লাখাই উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একটি করে কলেজ স্থাপন করব। শিক্ষার প্রতি আমার সবচেয়ে বেশি অনুরাগ আছে এবং ভবিষ্যতেও থাকবে। পইল গ্রামে একটি কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছি, সেখানে জায়গা পেলে এর কাজ শুরু হবে।
হবিগঞ্জ শহরে শিক্ষার্থীর তুলনায় শিক্ষা প্রতিষ্ঠান অনেক কম। এরই মাঝে ঢাকার কর্মজীবনে সারাজীবনের অর্জন দিয়ে আলী ইদ্রিস শিক্ষা প্রতিষ্ঠান করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রতিষ্ঠান হবিগঞ্জ শহরের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব পূরণে ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির স্বীকৃতি আদায় থেকে শুরু করে সকল কাজে সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
শনিবার সকাল ১১টায় হবিগঞ্জের শায়েস্তানগরস্থ আলি ইদ্রিস হাইস্কুলে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসের উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বছরের শুরুতে বিনামূল্যে বই ও উপবৃত্তি প্রদানের জন্য হবিগঞ্জ শহরে বর্তমানে শিক্ষার্থী বেড়েছে ৪ গুণ। আপনাদের সন্তান যদি লেখাপড়া করে তাহলে তারা যেমন কর্মজীবনে প্রতিষ্ঠা পাবে তেমনিভাবেব চলার পথেও কোনো প্রতিকূল পরিবেশের সম্মুখীন হবে না। তেমনিভাবে পিতামাতার লালন-পালনসহ সমাজ উন্নয়নের দায়িত্ব নিতে শিখবে। শিক্ষার জন্য আমি নিজে যেমন অনেক প্রতিষ্ঠান করেছি, আমার পরিবারের লোকজনকেও সম্পৃক্ত করেছি। পাশাপাশি অন্যান্য লোকজনকেও উদ্বুদ্ধ করেছি। কিন্তু আমার পূর্বে হবিগঞ্জ্ েঅনেক জনপ্রতিনিধি ছিলেন, অনেক সরকার ছিল, তারা এ ব্যাপারে উদাসীন ছিল। তারা যদি সেই সময়ে কিছুটা কাজ এগিয়ে রাখতেন তাহলে আমি আরো অনেক দূর নিয়ে যেতে পারতাম হবিগঞ্জের শিক্ষাকে।
এমপি আবু জাহির আলী ইদ্রিস স্কুলের নবম ও দশম শ্রেণির ক্লাশের জন্য একটি ভবন নির্মাণ করতে দশ লাখ টাকার অনুদান এবং স্কুলে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দেন। এছাড়াও শায়েস্তানগর কবরস্থানের জন্য ৫ লাখ টাকা এবং এলাকার খেলার মাঠের জন্য আরো এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন। শেষ পর্যায়ে তিনি আগামী নির্বাচনে অংশ নিলে শায়েস্তানগরবাসীর ভোট ও সহযোগিতা পাবেন কি না, জানতে চাইলে উপস্থিত মুরুব্বী ও এলাকাবাসী হাত তুলে তাকে সমর্থন জানালে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলী ইদ্রিস কলেজের প্রতিষ্ঠাতা কথা সাহিত্যিক ও কলামনিস্ট আলী ইদ্রিসের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লায়ন মোঃ লিটন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ।
এছাড়াও বক্তব্য রাখেন শায়েস্তানগর পঞ্চায়েত সরদার শহিদুর রহমান লাল, হবিগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ উম্মেদ আলী শামীম, কাউন্সিলর অর্পণা বালা পাল, হবিগঞ্জ জেলা তাতীলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরদার, হবিগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌর যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী আব্দুল্লাহ, জীবন মিয়া, নাসিম মিয়া, শিক্ষক জিল্লুর রহমান, তাসলিমা আক্তার প্রমুখ। প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে শায়েস্তানগর এলাকার লোকজন অনুষ্ঠানস্থলে হাজির হন। অনুষ্ঠানের শেষে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।