সৈয়দ শাহান শাহ্ পীর,সুতাং থেকে : বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও এদেশে প্রতিনিয়ত নদ-নদীর মৃত্যু হচ্ছে। হারিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য। পরিবেশ হচ্ছে বিপর্যস্ত। নদীর মৃত্যু নিয়ে যেন কারো মাথাব্যথা নেই। চোখের সামনে প্রকাশ্যে হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সুতাং নদীতে পলিমাটি পড়ে ভরাট হয়ে অকালে বিলীন হয়ে যাচ্ছে। নদীবক্ষে জেগে উঠা বালুচরে কৃষক চাষাবাদ করছেন। মানুষ মারা গেলে সাড়াশব্দ হয়। অথচ নদী মরে নীরবে, নিভৃত্বে আর অবহেলায়। মানুষকে প্রায়ই হত্যা হয় গোপনে। কিন্তু নদীকে হত্যা করা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে সবার চোখের সামনে। একে গোপন করা সম্ভব না হলেও পত্রিকায় নদী মৃত্যুর সংবাদ বিস্ময়করভাবে আলোড়ন তোলে না। মধ্যযুগের নদীর মহাত্ম বর্ণনা করতে গিয়ে কবি সাহিত্যকগণ নানা কাব্য, গদ্য ও ছড়া লিখেছেন। যে সমস্ত নদীর তীরে বসে তারা সভ্যতার কথা লিখেছেন, লিখেছেন বেঁচে থাকার প্রেরণা। যুগে, যুগে নদীর তীরে বসে মানুষের হাসি, কান্নার কথা লিখা হয়েছে। কিন্তু এখন আর লিখা হয় না। কারণ সুতাং নদীসহ জেলার প্রায় নদীই এখন মরে গেছে। সুতাং নদীর চরিত্র এখন খারাপ হয়ে গেছে। নদীটি এখন বক্ষ বিদির্ণবস্থায় পড়ে আছে। এ সব নদী এখন হয়ে উঠেছে প্রকৃতির বেদনা। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানি ধারণ করতে পারেনা নদীটি। ফলে দুই কূল উপচে ভাসিয়ে দেয় ফসলি জমি। এতে শাক সবজিসহ ধানের জমি ডুবে গিয়ে অফুরন্ত ক্ষতি সাধন হয়। বর্তমানে সুতাং নদীর উপর দিয়ে হেঁটে পার হওয়া যায়। মনেই হয়না এখানে একটি গভীর নদী ছিল। শীঘ্রই নদীটি খনন করলে সুতাং নদীটির আত্মরক্ষা হবে। আর আত্মরক্ষা হলেই উক্ত নদীর কর্মকান্ড, রূপ, যৌবন আর সৌন্দর্য্য দেশের উন্নয়নে এগিয়ে আসবে। এলাকার ফসল রক্ষা করা সম্ভব হবে। নদী খননের জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী বরাবরই দাবি জানিয়ে আসছেন। অন্যদিকে সুতাং নদীতে রাবার ড্যাম স্থাপন অতীব জরুরী হয়ে পড়ছে। রাবার ড্যাম স্থাপন হলে এ অঞ্চলে ইরি-বোরো চাষাবাদে বিপ্লব বয়ে আনবে। সেচের অভাবে বৃহত্তর সুতাং অঞ্চলে চাষাবাদ ব্যাহত হচ্ছে। স্বাধীনতার পর থেকে এখানে এ দাবিতে কৃষকরা বরাবরই ছিল সোচ্চার। সুতাং নদীতে বর্ষা মৌসুমে পানি থাকলেও তা আর ধরে রাখা সম্ভব হয় না। এ নদীতে রাবার ড্যাম স্থাপন করে চাষাবাদ করা হলে বোরো মৌসুমে লক্ষাধিক মন ধান উৎপাদন সম্ভব হবে। এলাকার কৃষকরা সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে বার-বার ধর্ণা দিলেও তা আমলে নিচ্ছে না কেউ। বর্তমানে খাদ্য চাহিদা মেটাতে ফলন বৃদ্ধির লক্ষে শীঘ্রই সুতাং নদীতে রাবার ড্যাম স্থাপন করা প্রয়োজন।