মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে বুধবার (০৬ ডিসেম্বর) সকাল ১০ঘটিকার সময় এক মাতালকে ভ্রাম্যমান আদালত ৩মাসের সাজা দিয়েছেন।
জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের বিদ্যাভূষণপাড়ার বিশম্বর সরকারের ছেলে উত্তম সরকার (৩৭), কে এ সাজা প্রদান করা হয়।
একদল পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি (ভূমি) কমিশনার ছাব্বির আহমেদ আকুঞ্জি। এসময় মাতাল উত্তম সরকারের মেডিক্যাল সার্টিফিকেট পরীক্ষা নিরীক্ষা করে ও এলাকার উপস্থিতি স্বাক্ষীগণের ভিত্তিতে মদ্য পান করে মাতলামী করার সময়, উত্তম সরকারকে আটক করে ভ্রাম্যমান আদালত ৩মাসের সাজা প্রদান করেন। উল্লেখ্য যে, উত্তম সরকার মদ্য পান করে তার পরিবার সহ এলাকার মানুষের সাথে খারাপ আচরণ করে আসছিল।