বিনোদন ডেস্ক : সল্লু ভাইয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দীপিকা পাডুকোন? বলিউডে তেমনী একটি খবরকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। শাহরুখ, সালমান ও আমির, বলিউডের তিন খানের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় নামার স্বপ্ন দেখেননা এরকম অভিনেত্রী বোধহয় খুঁজলে পাওয়া যাবে না। বলিউডের বর্তমানে ব্যস্ত অভিনেত্রী দীপিকা পাডুকোনও তার ব্যতিক্রম নন। ইতিমধ্যেই বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটিতে তিনটি সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দীপিকা। তবে এখনও কাজ করে ওঠা হয়নি সালমান ‘চুলবুল পান্ডে’ খান বা ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের সঙ্গে।
জানা গিয়েছে সেই ইচ্ছেটাও নাকি খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে “ওম শান্তি ওম” খ্যাত অভিনেত্রীর। সবকিছু ঠিক থাকলে খুব জলদি সল্লু মিঞাঁর সঙ্গে জুটি বেঁধে আলি আব্বাস জাফরের নির্দেশনায় ‘সুলতান’ নামের চলচ্চিত্রে দেখা যাবে দিপ্পি বেবিকে। করণ জোহরের নির্দেশনায় ‘শুদ্ধি’ সিনেমায় সল্লু ভাইয়ের সঙ্গে জুটি বাঁধছেন দীপিকা, কিছুদিন আগে এরকম খবরই হাওয়ায় ভাসছিল বলিউডে। সেই খবর পরে দুজনেই উড়িয়ে দেন। তবে সুলতান-এ জুটি বাঁধা নিয়ে এখনও স্পিকটি নট দুজনেই। ফলে আমাদেরও এখন পর্দায় নতুন বলিউড জুটিকে দেখতে আশায় অপেক্ষা করা ছাড়া উপায় কি!