
বিশেষ প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামীলীগ গ্রেটার ম্যানচেষ্টার শাখার উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাংলাদেশ হাউজের কনফারেন্স হলে গতকাল শনিবার সংগঠনের সভাপতি সুরাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড: মীর গোলাম মস্তফা পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্যে সফররত হবিগঞ্জ- লাখাই থেকে নির্বাচিত এমপি ও হবিগঞ্জ আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। সভার শুরুতেই প্রবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন গউস মিয়া। উক্ত অনুষ্ঠানে গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করা হয়। স্বাধীনতা সংগ্রামের সকল শহীদের আত্মার মাগফেরাত কমনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেণ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐইতিহাসিক ভাষনই অনুপেরনা যোগিয়েছিল মুক্তিকামি বাঙ্গালীদের। আর ৩০ লাখ শহীদ মুক্তিযুদ্ধা আর ২ লাখ মা-বোনের ইজ্জত্বের বিনিময়ে আমরা পেয়েছিলাম আমাদের স্বাধীনতা। আর বিশ্বের বুকে উদিত হয়ে ছিল লাল সবুজের পতাকা। যারা বুকে লিখা হয় একটি স্বাধীন দেশের না বাংলাদেশ। তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নায়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এতে আরো বক্তব্য রাখেন সৈয়দ মাহমুদুর রহমান, সৈয়দ উসমান আলী, ফারুক আহমেদ, রহুল আমীন রুহেল, ডিএন কোরাইশি, সাইকুল ইসলাম, গাউসুল আলম চৌধূরী সুজন, জামাল উদ্দিন কাওসার, মঈন আহমেদ লিটন, মুত্তাকিম বিল্লাহ জুয়েল, ছুরত মিয়া, ফয়জুল হক জুয়েল, মঈন বশর মিয়া প্রমুখ।