বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলায় ফুটবল খেলায় বাজি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক জন আহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানান, বিকেল ৫টায় গ্যানিংগঞ্জ বাজার এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করে যাত্রাপাশা গ্রামের রুজেস ইলেভেন ও শেখের মহল্লার আলোর দিশারী ক্লাব।
এ খেলায় রোজেস ইলেভেন জয়ী হলে তাদের সমর্থকরা আতশবাজি করে।
এ সময় একটি আতশবাজি জাতুকর্ণপাড়া এলাকার যুবকদের মাথায় লাগে। এতে দু’দলের মাঝে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। পরে যাত্রাপাশা ও জাতুকর্ণপাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্যানিংগঞ্জ বাজারে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত অর্ধশতাধিক জন আহত হয়েছে।
আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।