নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) উপজেলার ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের অামীরখানী ও ১৩ নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
জানা যায়, বানিয়াচং উপজেলার বিভিন্নস্থানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে অাজ রবিবার উপজেলার অামীরখানী ও উত্তর সাঙ্গরে অভিযান চালিয়ে টেটা, বল্লম ও রামদাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এর অাগে গত ৩০ সেপ্টেম্বর পুলিশের পক্ষ থেকে মাইকিং করে দেশীয় অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করা বলেন, যারা এখনও অস্ত্র জমা দেননি তাদের বাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হচ্ছে।