নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২ লিটার চোলাই মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার দেবনগর এলাকা থেকে মদগুলি উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আজিজুল হকের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করে।এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।