ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি মেম্বার নিহত হয়েছেন। এঘটনায় অনন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়,জেলার আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের খেলু মিয়ার সঙ্গে একই গ্রামের মাসুক মিয়ার গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়।
গুরুতর আহত অবস্থায় ১৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে খেলু মিয়ার ভাই সাবেক ইউপি মেম্বার নুরুল আমিন মারা যান। খবর পেয়ে আজমিরিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজমিরিগঞ্জ সদর থানার ওসি ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।