ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে নবীগঞ্জগামী অজ্ঞাত বাস চাপায় নার্গিস আক্তার (৮) নামে এক পথচারী শিশু গুরুতর আহত হয়েছে । অতিরিক্ত রক্তক্ষরণের ফলেআশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।
জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চানপুর গ্রামের হারুন মিয়ার শিশুকন্যা নার্গিস আক্তার শনিবার সকাল ১০টার দিকে রাস্তা পারাপার হওয়ার সময় মিলনগঞ্জ বাজারে হবিগঞ্জ থেকে নবীগঞ্জ গামী অজ্ঞাত বাস তাকে মারাত্মক ভাবে চাপা দেয়। এসময় বাসটি পালিয়ে যায়।
সেসময় স্থানীয় লোকজন শিশু নার্গিসকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । সংবাদটি লিখা পর্যন্ত নার্গিস শংকামুক্ত নয় বলে জানা গেছে ।