চুনারুঘাট প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে শাহ্ শামছুদ্দীন আখঞ্জী (রহঃ) ইসলামী একাডেমী ও ইমাম আহমদ রেযা শাহ্ শামছুদ্দীন আখঞ্জী
(রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং রিয়াছত উল্লাহ হাফেজিয়া মাদ্রাসার যৌথ
উদ্যোগে জশনে জুলুশ ঈদে মিলাদুন্নবী (সাঃ) র্যালী, অলোচনা সভা ও মিলাদ
মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ই রবিউল আউয়াল শনিবার সকাল ১০টায় একাডেমী
মাঠ প্রাঙ্গন হতে পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দঃ) র্যালী বের হয়ে আমুরোড বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিণের সময় জুলুছে অংশগ্রহণকারীদের মুখে ছিল নাতে রাসুলের ধ্বনি, নারায়ে তকবীর,নারায়ে রেসালাতের স্লোগান। জুলুছ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় একাডেমীতে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহ্ শামছুদ্দিন আখঞ্জী (রহঃ) ইসলামী একাডেমীর অধ্যক্ষ শাহ্ কুতুব উদ্দিন আখঞ্জী। এ সময় উপস্থিত ছিলেন মাওঃ মুফতি মিজানুর রহমান, মাওঃ আব্দুল আলী, হাফেজ জাবের আহমেদ, মাওঃ শাহিদ উদ্দিন আখঞ্জী, পল্লীচিকিৎসক আলমগীর হোসেন ও গোছাপাড়া যুব ঐক্য পরিষদের সভাপতি মানিক মিয়া প্রমূখ। পরে মিলাদ কিয়াম শেষে বিশ্ব মুসলিমের সমৃদ্ধি ও শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলালা এম এ মালেক
নেজামী। তাবারুক বিতরণের মধ্য দিয়ে জুলুছের আনুষ্ঠানিকতা শেষ হয়।