ছনি চৌধুরী হবিগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সাতাইহাল আতানগীরি-মৌলভীবাজার ভায়া গাজীর মোকাম ১ কি.মি পাকা রাস্তা কাজের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এম পি।
শুক্রবার বিকেলে গাজীর মোকাম প্রাঙ্গনে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে জেলা যুব সংহতি নেতা হাফেজ শেখ মিনহাজ উদ্দিনের পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলার জাপার সাবেক যুগ্ম সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোঃ এমরান মিয়া, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক মোঃ সরওয়ার শিকদার, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মিলাদ হোসেন সুমন, ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য এম এ মতিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইসমাঈল মিয়া, উমেদ আলী, মস্তফা মিয়া,আলী নেওয়াজ গাজী, গৎনাইপুর ইউপি যুবলীগের আহবায়ক জমসেদ আলী (সাবেক মেম্বার),মোফাজল হোসেন দুলাই, যুব সংহতি নেতা তোফায়েল আহমেদ সায়েদ, আঃ হান্নান চৌধুরী,আঃ মালেক খান, শাহীন আহমেদ, আফজল মিয়া, শেখ নজরুল ইসলাম প্রমুখ।