চুনারুঘাট প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার চুনারুঘাট উপজেলা শাখার যৌথ উদ্যোগে চুনারুঘাটে জশনে জুলুশ ও মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ রবিউল আউয়াল বৃহস্পতিবার সকাল ১০টা হতে স্থানীয় উপজেলা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শহীদ অডিটরিয়াম মাঠে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়ার সভাপতিত্বে ও উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার দুলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে রাসূল (সাঃ) এর জীবন আদর্শের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শাহজালাল আহমদ আখুঞ্জী, ইসলামী ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ারে আলম গোলাপ, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি মুফতি মুসলিম খান, কাজী মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, মাওলানা শেখ জামাল আহমদ, মাওলানা মুজিবুর রহমান খান আল কাদেরী, জাকের পার্টির উপজেলা সভাপতি সাইফুল আলম জুয়েল, মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী, মাওলানা আজিজুর রহমান সোহাগ, সাংবাদিক এস. এম. সুলতান খান, আজিজ ইকবাল, হাফিজুর রহমান তালুকদার, মাওলানা আবু বক্কর, মোঃ মামুনুর রশীদ, মোঃ বিলাল মিয়া ও মোঃ আব্দুল জাহির প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, মানব জাতির মুক্তি ও দেশে শান্তি ফিরিয়ে আনতে রাসুল (সঃ) আদর্শের কোন বিকল্প নেই। তাই সকলকে বেদাভেদ ভুলে রাসুল (সাঃ) এর আদর্শ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে এক বিশাল মোবারক জুলুশ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলাদ, মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে সভা সমাপ্ত হয়।