নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ফাজিল মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার গরদাই গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার গরদাই গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি বিষপান করে ছটপট করতে থাকেন। তখন বাড়ীর লোকজন তাকে উদ্ধার প্রথমে আজমিরীগঞ্জ হাসপাতাল পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পথে রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই মির্জা মাহমুদুল হাসান লাশের সুরত হাল তৈরী করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছ লাশ হস্তান্তর করা হয়।