মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ব্যারিস্টার সাইদুল হক সুমন শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটারকে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষনা করেন।
শনিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনে ইউনেস্কোর স্বীকৃতি লাভে প্রশাসনের আয়োজনে বিশাল আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত। উক্ত আনন্দ শোভা যাত্রায় চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭নং উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলীর আমন্ত্রণে শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটোর অংশ গ্রহন করে।
এতে শায়েস্তাগঞ্জ নবীন থিয়েটার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুক্তি যোদ্ধাদের আকর্ষনীয় ভাস্কর্য নির্মাণ করে আনন্দ শোভা যাত্রায় সকলের মনকাড়ে। এতে মুগ্ধ হয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন নবীন থিয়েটারের নেতৃবৃন্দকে ৫হাজার টাকা পুরস্কার ঘোষনা দেন। নবীন থিয়েটারের নেতৃবৃন্দরা এজন্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সর্বস্তরের সকলের প্রতি দোয়া কামনা করেছেন।