মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীর পিতা শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ “ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার” এ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্ব প্রমান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণের মাধ্যমে প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল ১০ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন (ওরা ১১জন), আনন্দ মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ১৩নং মন্দরী ইউপি চেয়ারম্যান শামছুক হক, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমীর হোসেন মাষ্টার, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তোফানী, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাজাহান মিয়া, আওয়ামীলীগ নেতা শেখ শাহ্ নেওয়াজ ফুল মিয়া, উপজেলা আওয়ামীলীগ স্ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ওসি মোজাম্মেল হক, আলীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ আতাউর রহমান, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ ছালামত আলী খান, ৪নং ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি রেখাছ মিয়া, ৬নং কাগাপাশা ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ৮নং খাগাউড়া ইউপির চেয়ারম্যান শওকত আরেফিন সেলিম, ১২নং ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ শামীম, ১১নং মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া, কৃষকলীগ সেক্রেটারী সেবুল ঠাকুর, কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, জেলা পরিষদ সদস্যা রওশন আরা আক্তার লাকী, বানিয়াচং মহিলা আওয়ামীলগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার বিউটি, বানিয়াচং শ্রমিকলীগ আহ্বায়ক এডভোকেট মুর্শেদুজ্জামান লুকু, স্বেচ্ছাসেবকলীগ সেক্রেটারী আবু আশসাফ চৌধুরী বাবু, বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হালিম সোহেল, স্বাগত বক্তা মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শেখ মারিয়া বক্স প্রমূখ। উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আওয়ামী মটর শ্রমিকলীগের সহ-সভাপতি শেখ মৌলাদ হোসেন সহ নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও শিক্ষিকা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ, মহিলা মেম্বারবৃন্দ, এনজিও কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
৭ই মার্চের ভাষণ ও কুইজ প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কোরআন তেলাওয়াত করেন সাইদুর রহমান। গীতা পাঠ করেন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ। আলোচনা সভার পূর্বে এক বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বড় বাজার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে বানিয়াচং শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জাবির আহমেদ, সুমন বাউলিয়ানা, শান্তা দেব, মোবাশ্বির আহমেদ তান্না, ফ্রিল্যান্স সাংবাদিক গীতিকার ও সুরকার ইয়াসিন আরাফাত মিল্টন, অনন্ত জলিল, এসআই ফারুক, গীতিকার মোজাহিদ আলম, আরিফুল সহ বানিয়াচং শিল্পকলা একাডেমির শিশু শিল্পীবৃন্দ।