ডেস্ক : নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ২ মাস ধরে লাগাতার অবরোধ চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ২০ দল আগামী রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। জানুয়ারির শেষ দিক থেকে অবরোধের সঙ্গে হরতালও চালিয়ে আসছে এই জোট। ২০ দলীয় জোটের এই হরতালের কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ পরীক্ষায় প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিভিন্ন মহল থেকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি।
বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন শনিবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ হরতালের কথা জানিয়েছেন। এছাড়া সোমবার সারাদেশে গণমিছিলের কথাও বলা হয়েছে বিবৃতিতে।