নিজস্ব প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঢাকার গুলশান কার্যালয় থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পত্র গ্রহণ করছেন হবিগঞ্জ সদর উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও যুবদল নেতা আরিফ হোসেন খোকনসহ আরো অনেকেই।
পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ হয় এবং তিনি দলের নেতা কর্মীদের খোঁজ খবর নেন ।