বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের রইছগঞ্জ বাজার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আজ (২২ নভেম্বর) বুধবার বিকাল ৪টায় হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে।
মানববন্ধন শেষে বিশিষ্ট মুরুব্বী ডা. রনজিত কুমার ধরের সভাপতিত্বে ও সাবেক মেম্বার কামাল হোসেন চৌধুরী এবং যুবলীগ নেতা সাফিজুর রহমানের যৌথ পরিচালনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন লামাতাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা সন্ত্রাস-দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির শাহিন, আহত এমপি কেয়া চৌধুরীর বড় ভাই এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুকুর রশিদ ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা এস এম সাবাজ, জেলা সাংস্কৃতিকলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, স্নানঘাট ইউনিয়ন আওলামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ওয়ার্ড আওলামীলীগ সভাপতি জিতু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা যুবলীগ নেতা হারুনুর রশিদ সোহাগ, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এখলাছুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, স্নানঘাট ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মনির খান, যুবলীগ নেতা আজাদ মিয়া, সবুজ মিয়া, সাবাজ মিয়া, ছাত্রলীগ নেতা জুনায়েদ হোসেন, নূরুল হক, প্রদিপ সূত্র ধর, জুনাব আলী, রাজন আহমেদ, সুনা আলম চৌধুরী, জুনাইদ আহমেদ, রঙ্গু মিয়া, ফাতিকুর রহমান প্রমুখ।
বক্তারা এমপি কেয়া চৌধুরীর উপর হামলাকারীদের গ্রেফতার করে সঠিক বিচারের দাবীতে উপজেলা সন্ত্রাস-দূর্নীতি প্রতিরোধ কমিটির ঘোষিত ২৬ নভেম্বরের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচী সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে বাহুবল উপজেলার মিরপুরস্থ বেদে পল্লীতে আর্থিক অনুদান বিতরণকালে হামলার শিকার হন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।