ডেস্ক : এই রহস্যময় পৃথিবীতে কত কাণ্ডই না ঘটে। এই যে ছবিটি দেখছেন- আহা, ভালো করে দেখুন। আরে বাবা, ভালো করে দেখার কি আছে? এটা তো একজন মানুষের নাক। এই রে, ক্ষেপে গেলেন তো। আসলে এটা কোনো মানুষের ছবি নয়-বৃক্ষ। দেখতে নাকের মত লাগলেও এটা একটা উইলো গাছের ছবি। তবে প্রথমবার আপনাদের মত আমিও ভুল করেছিলাম। ভেবেছিলাম নাকের কী সাইজ রে বাবা!
সম্প্রতি ইংল্যান্ডের হল এলাকার এক গোরস্থান থেকে এই বিচিত্র ওক গাছের ছবিটি তুলেছেন ব্রিটিশ আলোকচিত্রী বব কার্টার। প্রিয় বন্ধুর চিতা থেকে সংগ্রহীত ছাই ছড়ানোর জন্য সেখানে গিয়েছিলেন তিনি। হঠাৎ করেই গাছের গুড়িটিতে চোখ পরে তার।
এ সম্পর্কে বব বলেছেন,‘প্রিয় বন্ধু জর্জ কেনেডির ছাই ছড়িয়ে দেয়ার জন্য ওর পরিবারের সঙ্গে চান্টারল্যান্ডস এভেনিউর গোরস্থানে গিয়েছিলাম। ও জানতো ছবি তুলতে কতটা ভালোবাসি আমি। তাই বুঝি নিজের ভস্ম ছড়ানোর নাম করে ও আমাকে ওখানে ডেকে নিয়ে গিয়েছিল।’
সত্যিই তো, বব সেখানে না গেলে এই অদ্ভূত গাছের ছবি আমরা কীভাবে দেখতাম বলুন তো! গাছটি দেখার পর নাকি বন্ধুকে হারানোর শোক ভুলে হাসতে হাসতে গড়িয়ে পড়েছিলেন বব।