মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় চৌমুহনী ইউনিয়নের ছাত্রদলেল সভাপতি হামিদুর রহমানের সভাপতিত্বে আলেচনা সভায় বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ।ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল শাহ রাব্বির সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি মীর্জা এস এম ইকরাম,জেলা ছাত্রদল নেতা শাহ আজিজুর রহিম,ইউনিয়ন বিএনপি আহব্বায়ক আঃ আলীম মীর বাদল,যুগ্ন আহব্বায়ক ছায়েদুর রহমান,ফজলুর রহমান,আনিছুল আবদাল শাহ লিটন,জাসাস আহব্বায়ক শামছুল ইসলাম সানি,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ মিয়া,সাংগঠনিক সম্পাদক সাইমন আহম্মেদ আপন,সাবেক যুগ্ন আহব্বায়ক এমরান নাজির বাপ্পি,আহছান উল্লাহ,স্বেচ্ছাসেবক সভাপতি মাইনুল ইসলাম জুয়েল,ছাত্রদল নেতা আল আমিন ইসলাম,তন্ময় তাহের,মুসলেহ উদ্দিন ভূইয়া,আক্তার হোসেন,বকুল মিয়া,রুমান আহম্মেদ,ওসমান গণি,মুয়াজ্জেম হোসেন,সাবিদ ,হোসাইন,মুকিত,সিয়াম,হৃদয়,মাছুম,রিফাত,মিন্টু,মীর শরীফ,রানা,রনি,জনি,কাউছার,রবি,সিপন,মুত্তাকিন প্রমুখ।জম্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ।