স্টাফ রিপোর্টার ॥ এশিয়ান পার্লামেন্টরী এসেম্বলিতে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে গেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। গতকাল সোমবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই অনুষ্ঠানটিতে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি’র নেতৃত্বে আব্দুল মজিদ খান এমপি ছাড়াও যোগদান করবেন ড. মোঃ সামছুল হক ভূইয়া এমপি, মোঃ হাছান ইমাম খান এমপি, সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী এমপি ছাড়াও সংসদ সচিবালয়ের সচিববৃন্দ অংশ নেবেন।
বিদেশ গমণের প্রাক্কালে সকল শুভাকাক্সক্ষী ও দলীয় নেতাকর্মী এবং আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ করতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।