মাধবপুর প্রতিনিধি : মাধবপুর শিল্পকলা একাডেমীর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট)’র সংসদ সদস্য এড.মাহবুব আলী আনুষ্টানিক ভাবে উদ্বোধন করেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ধর্মঘর কলেজের অধ্যক্ষ আজগর আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকোমল রায়, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক খাইরুল হোসাইন মনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান,শিল্পকলার সদস্য কাউছার আহম্মদ প্রমূখ। এর আগে দোয়া ও মিল্লাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মোল্লানা আব্দুল মান্নান। পরে একাডেমীর শিল্পরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় আয়োজন করে। থানা অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেনের গানের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়।