বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ বাহুবলে চোলাই মদসহ পেয়ারী লাল রবিদাস (৪৫) কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ মোঃ মহরম আলীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রশিদপুর বাজারের উত্তর পাশের আখরায় অভিযান চালিয়ে চোলাই মদ বিক্রি কালে উপজেলার ফয়জাবাদ চা বাগান দক্ষিণ লেনের মৃত রাম লঘন রবিদাসের পুত্র পেয়ারী রবিদাসকে হাতেনাতে আটক করে বাহুবল মডেল থানা নিয়ে আসেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি চোলাই মদ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে বাহুবল মডেল থানায় অবৈধ মাদক দ্রব্য বিক্রয়ের দায়ে মামলা দায়ের করা হয়েছে।