নিজস্ব প্রতিনিধি: বাহুবলের ঐতিহ্যবাহী কিশলয় জুনিয়র হাই স্কুলে দোয়া মাহফিল ও মেধা পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত মা সমাবেশে শিক্ষক মিশন চন্দ্র পালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বাহুবল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রব।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, কমিটির সদস্য ও যুব উন্নয়ন অফিসের সিএস জহিরুল ইসলাম, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ, উপজেলা পরিষদ মসজিদের মোয়াজ্জিন আজিজুল হক, শিক্ষক শিপ্রা রানী নাগ, ঝুমা দে, শেফাজা আক্তার, তাছলিমা আক্তার, রাশেদা আক্তার, ফরহাদ আহমেদ, সোহাগী বেগম, তফাজ্জুল হক, প্লাবণ চাষা বিন্দু, ছাত্র মাহমুদুর হাসান অপু ও ছাত্রী মেহজাবীন জান্নাত প্রমুখ।
সভা শেষে মডেল টেস্টের মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার, বিদায়ী প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ বার এ স্কুল থেকে ২৬ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করছে।