স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে ৮৩ লাখ টাকা ব্যয়ে ৩টি রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৃথক সময়ে তিনি রাস্তা তিনটির ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। আর এই কথা দেশের জনগণের কাছে প্রমাণ করে দিয়েছি আমরা। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আমি হবিগঞ্জ-লাখাইয়ে যে সকল উন্নয়ন কাজ করেছি সবকিছুই আপনাদের দেখা। নিজে বলার কিছু নেই। আপনারা আমাকে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি বানিয়ে সংসদে পাঠিয়েছেন। তাই আমি আপনাদের কাছে দায়বদ্ধ। আর সেই দায়বদ্ধতা থেকেই দিনরাত হবিগঞ্জ-লাখাইবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছি। আগামীতেও আপনাদের উন্নয়নে কাজ করব ইনশাল্লাহ। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান তিনি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর হবিগঞ্জ সূত্রে জানা যায়, ২৯ লাখ টাকা ব্যয়ে নিশাপট থেকে ঢাকির জাঙ্গাল রাস্তা, ২৮ লাখ টাকা ব্যয়ে কলিমনগর থেকে চরহামুয়া রাস্তা এবং ২৬ লাখ টাকা ব্যয়ে দেউন্দি রোড থেকে উত্তর নিশাপট ভায়া ফরিদপুর রাস্তা নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পৃথক জনসভায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বুলবুল খান, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম্ সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ মেম্বার, সাংগঠনিক সম্পাদক সুজন চৌধুরী, আমিনুল ইসলাম দুলাল, আওয়ামী লীগ নেতা মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ উসমান আলী মিনু, শামীমুর রহমান মেম্বার, কাজী মঞ্জু মিয়া, ছাদেক মিয়া মেম্বার, সাইফুল ইসলাম মেম্বার, রফিক মিয়া, হাজী রমিজ মিয়া, মতিন মিয়া, শাকীর আহমেদ মেম্বার, পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজিউর রহমান ইমরান প্রমুখ।
এছাড়া আওয়ামী লীগের উন্নয়ন কাজে অনুপ্রাণিত হয়ে ঢাকির জাঙ্গাল গ্রামে জনসভায় জেলা জাতীয় পার্টি নেতা আমিনুল ইসলাম ছাদেকের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী আবু জাহির এমপি’র হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।