বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের বিথঙ্গল থেকে ইয়াবাসহ ৩ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিথঙ্গল আখড়া বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো বানিয়াচং উপজেলার বিথঙ্গল পশ্চিমহাটি গ্রামের খালেকুজ্জামানের ছেলে হুমায়ুন কবির (৩০), একই উপজেলার শ্রীমঙ্গলকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) একই গ্রামের রমিজ আলীর ছেলে শাহিন মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিথঙ্গল ফাড়ির এসআই মাসুদুজ্জামান ও এএসআই উম্মে আলীর নেতৃত্বে একদল পুলিশ বিথঙ্গল আখড়া বাজারে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১৪ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
বিথঙ্গল ফাড়ির এসআই মাসুদুজ্জামান জানান, তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে তারা মাদকসেবী। আজ তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।